বসন্তের সন্ধ্যায় মন পাগল করা বাতাসে বুকের মধ্যে ঝরা পাতার মর্মর ধ্বনি বাজে বসন্তের সন্ধ্যায় মন পাগল করা বাতাসে বুকের মধ্যে ঝরা পাতার মর্মর ধ্বনি বাজে
তাই তো লিখেছো, 'বড়ো হওয়া খুব ভুল' বয়স বেড়েছে -- কমেছে মনের বয়স। তাই তো লিখেছো, 'বড়ো হওয়া খুব ভুল' বয়স বেড়েছে -- কমেছে মনের বয়স।
বাঁশির শব্দে ছুটে আসতো শরীরহীন অজস্র মানুষ যারা নিয়মের মধ্যে থেকে চোখে দেয় নি সম্পর্কের বাঁশির শব্দে ছুটে আসতো শরীরহীন অজস্র মানুষ যারা নিয়মের মধ্যে থেকে চোখে দেয় নি...
সেই ফুল দিয়েই মালা গেঁথে… তোমার গলায় পড়াব সেই ফুল দিয়েই মালা গেঁথে… তোমার গলায় পড়াব
ভুলতেই চাই,তবু মৃত স্বপ্নেরা ভীড় করে আসে মনে, বিরহী হৃদয় আজও কেঁদে মরে একাকী,সঙ্গোপনে ভুলতেই চাই,তবু মৃত স্বপ্নেরা ভীড় করে আসে মনে, বিরহী হৃদয় আজও কেঁদে মরে একাকী...
সবুজ ঘাসকে জড়িয়ে ধরে জ্যোৎস্না, দূর হতে আরো দূরে পাড়ি দেয় বিরহী শরীর। সবুজ ঘাসকে জড়িয়ে ধরে জ্যোৎস্না, দূর হতে আরো দূরে পাড়ি দেয় বিরহী শরীর।